কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন একজন।
রোববার (১১ মে) বিকেলে জেলার ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১১ মে) বিকেলে আকাশে কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমিতে কাজ করছিলেন ফয়সাল মিয়া, ফারুক মিয়া ও কবির মিয়া নামের ওই তিন কৃষক। বজ্রপাতে আক্রান্ত হয়ে ওই তিন কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আক্রান্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তবে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাট এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।
আরএ