ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মে ৯, ২০২৫
যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মুনজুর রশিদ স্বপন (সংগৃহীত ছবি)

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনজুর রশিদ স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৯ মে) বিকেলে যশোর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঞা।

তিনি জানান, সম্প্রতি বাঘারপাড়া থানায় মুনজুর রশিদ স্বপনের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপনের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।