ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, মে ৮, ২০২৫
মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঘাতক জামাইকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন সকালে তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শ্বশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করেন সবুজ আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় ইলিয়াছ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

এদিকে অভিযুক্ত সবুজকে আটক করে বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।