ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জীবননগরে ভ্যানচালকের শরীর থেকে পাওয়া গেল ৩ স্বর্ণের বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, মে ৮, ২০২৫
জীবননগরে ভ্যানচালকের শরীর থেকে পাওয়া গেল ৩ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার জীবননগরে আলমগীর হোসেন (৪৮) নামে এক ভ্যানচালকের শরীর থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) দুপুরে জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

একই দিন সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আলমগীর হোসেন চুয়াডাঙ্গার জীবননগর নব দুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর বিওপির একটি টহল দল সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলমগীর হোসেনকে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ আটক করে। প্রথমে আলমগীর কিছুই স্বীকার না করলেও, জীবননগর ক্যাম্পে নিয়ে তল্লাশি চালানো হলে তার শরীরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা ও জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।