ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বাংলানিউজের সাংবাদিক মামুনুরের ভাইয়ের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, মে ৭, ২০২৫
বাংলানিউজের সাংবাদিক মামুনুরের ভাইয়ের ইন্তেকাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম- এর নাটোর জেলা প্রতিনিধি মামুনুর রশীদে আপন ছোট ভাই মো. হারুনার রশীদ (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (৭ মে) সকালে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

হারুনার রশীদ নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, হারুনার রশীদ দীর্ঘ ১৮ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটান। প্রবাসে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। দুই মাস আগে তিনি দেশে ফেরার পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দু’দফা চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার (৬ মে) রাতে ঢাকার মহাখালী হাসপাতালে নেওয়া হয়। তবে সিট সংকটের কারণে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। পরে রাজশাহী ফেরার পথে বুধবার সকালে তার মৃত্যু হয়।  

বুধবার তাকে নিজ গ্রামে মাধনগর সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।