ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বিএনপিকে শেষ করতে চাওয়া আ.লীগ আজ দেশ থেকেই বিতাড়িত: হাবিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, মে ৩, ২০২৫
বিএনপিকে শেষ করতে চাওয়া আ.লীগ আজ দেশ থেকেই বিতাড়িত: হাবিব  বক্তব্য দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা তারেক রহমানের কথা শুনবে না, তারা বিএনপি করতে পারবে না। বিএনপিকে শেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ।

আজ দেশ থেকেই তারা বিতাড়িত হয়েছে। এখন আবার নতুন করে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তাদের বলতে চাই, যারা বিএনপিকে মাইনাস করতে যাবেন তারা দেশের রাজনীতি থেকেই হারিয়ে যাবেন।  

শুক্রবার (০২ মে) রাতে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা শ্রমিকদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাবিব বলেন, বিগত ১৭ বছর আমাদের বিএনপির হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। রাতের পর রাত ঘুমাতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ঠিকমতো চিকিৎসা করাতে দেয়নি। আজকে বিএনপি ব্র্যান্ড। শ্রমিক মানেই গর্ব করার পেশা। শ্রমিকদের সম্মান করতে হবে। শ্রমিকদল এমন একটি সংগঠন তারা সব জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে। বিএনপি নিজেদের সুবিধা খোঁজে না। বিএনপি সাধারণ মানুষের সুবিধা খোঁজে। বিএনপি নেতারা মানুষের পাশে থাকেন।  

শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর রেলবাজার অমৃতকুন্ডা হাট প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

চাটমোহর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাকিম, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ারুল আলম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসানুল ইসলাম হীরা বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন। তার মধ্যে একটি আছে শ্রমিকদের অধিকারের জন্য। তা হলো কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে তার সব চিকিৎসা ব্যয় পরিবহন মালিকদের বহন করতে হবে। কোনো বাস শ্রমিক চট্টগ্রাম থেকে চাটমোহরে আসতে একদিন লাগে। একজন শ্রমিক টানা ২৪ ঘণ্টা ডিউটি করতে পারে না। অথচ মজুরি পান একই। অতিরিক্ত ডিউটি পালন করলেও অতিরিক্ত মজুরি বাস শ্রমিকরা পান না। এ বিষয়টি কঠোরভাবে দেখতে হবে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা, এটিএন বাংলার শিল্পী শান্তি আক্তার, এশিয়ান টিভির শিল্পী মীম, লালন শিল্পী মায়া রানীসহ অনেকে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।