ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির কাতল

পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির কাতল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, মে ৩, ২০২৫
পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির কাতল ২৮ কেজির কাতল

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ।

শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে ধরা পড়ে কাতল মাছটি।

বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে মাছটি নিয়ে এলে ২৮ কেজি ওজনের বিশাল কাতল দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পরে মোমিন মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ২৮ কেজি ওজনের বিশাল মাছটি বিক্রির আশায় দড়ি দিয়ে বেঁধে পদ্মা নদীতে রেখেছি। ১ হাজার ৯০০ টাকা কেজি দরে বিক্রি করবো।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা বলেন, নদীতে পানি কম থাকায় মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙ্গাসসহ অনেক মাছ ধরা পরছে। মাছ ধরে বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।