দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুইজন বাংলাদেশি ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন বাংলাদেশিরা।
শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার।
ভারতে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন- ধর্মপুর ইউনিয়নের এনামুল ইসলাম (৫০) ও মাসুদ (১৫)। বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিকের নাম- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কেটে মাড়াই করছিলেন স্থানীয় বাসিন্দা এনামুল ও মাসুদ। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনেন গ্রামবাসী। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে গেলে তাদের কাছে দুই ভারতীয়কে হস্তান্তর করা হয়। দুই ভারতীয় বর্তমানে বিজিবি’র হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসআই/এসএএইচ