ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জীবননগরে ভারতীয় মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, এপ্রিল ২৪, ২০২৫
জীবননগরে ভারতীয় মা-ছেলে আটক

চুয়াডাঙ্গা: অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসায় চুয়াডাঙ্গার জীবননগর থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তারা দুজন সম্পর্কে মা ও ছেলে।

 

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

আটক মা-ছেলে হলেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় অবৈধভাবে ভারতে ফেরার প্রস্তুতির সময় পুতুল দাস ও তার ছেলে তাকের দাসকে আটক করা হয়। তারা কিছুদিন আগে অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, আটক ভারতীয় দুই নাগরিককে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।