ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, এপ্রিল ২২, ২০২৫
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত আসাদুল ইসলাম

যশোর: মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন আসাদুল ইসলাম (৪০) নামে যশোরের এক যুবক। তিনি মালয়েশিয়াতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

 

নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।  

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আসাদুলের বাবা হাতেম আলী সরদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।  

হাতেম আলী সরদার জানান, আসাদুল আট বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন। সেখানে সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত।

সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়া সময় বেলা সাড়ে ১১টা এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সেদেশের সুবাংজয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল আসাদুল। এ সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গিয়ে ক্রেনের খিল খুলে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আসাদুলের মৃত্যু হয়।
ছেলের মরদেহ ফেরত আনতে সরকারের সহায়তায কামনা করেছেন হাতেম আলী সরদার।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।