ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মালয়েশিয়ায় জিয়া ব্রিগেডের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১২
মালয়েশিয়ায় জিয়া ব্রিগেডের কমিটি গঠন

শুক্রবার মালয়েশিয়ায় জিয়া ব্রিগেডের কমিটি গঠন করা হয়েছে।

ওয়ালী উল্লাহ জাহিদকে সভাপতি, সিরাজুল ইসলাম মাহমুদকে সাধারণ সম্পাদক ও এস এম বসিউর আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া শাখার এ বৈদেশিক কমিটি গঠন করা হয়েছে।



কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি খন্দকার আক্তারুজ্জামান বাদল, খলিল মাদবর, কামাল হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ লিটন, হাজী মোঃ জাহাঙ্গীর আলম, জিয়াউল ইসলাম জসিম, আবদুল বারি প্রামানিক, ফজলুল হক বকুল ও শাহীন সরদার, যুগ্ম- সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম পারভেজ, খান মোঃ মনির, নাসির উদ্দিন ঢালী, মেহেদী হাসান, সৈয়দ ফিরোজ আহমেদ মিল্টন ও হাবিব আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, অন্যান্য সম্পাদক পদে ২৩ জন ও কার্যনিবাহী সদস্য পদে ২৭ জনকে মনোনীত করা হয়েছে।

জিয়া ব্রিগেডের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন তালুকদারের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক জাহিদ ইকবাল নবগঠিত কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।