ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বস্টনে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২
বস্টনে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

ঢাকা : বস্টনে অমর একুশে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি, ম্যাসাচুসেটস্, যুক্তরাষ্ট্র শাখা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড স্কোয়ারে যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন আয়োজন করে।

গত শনিবার একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, খুন-লুণ্ঠন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপকর্মকারী রাজাকার, আলবদর, আলশামসসহ সব যুদ্ধাপরাধীদের বিচারে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টিতে এবং সমর্থন আদায়ে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা হার্ভার্ড স্কোয়ারে সমবেত হয়।



সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রাক্তন ছাত্রলীগ নেতা তাসাদ্দুক হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার সাধারণ সম্পাদক শহীদ সন্তান ইঞ্জিনিয়ার উজ্জল বড়ুয়া প্রমুখ।

ক্যাম্ব্রিজের হার্ভার্ড স্কোয়ারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং স্থানীয় পথচারী ও ভ্রমণকারীরা বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার কর্তৃক আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।

মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার, রকিবুল চৌধ‍ুরী, তারেক আদনান, ফরিদা শিমু, মঞ্জুরী ইউসুফ, রাজীব, সিফাত, সৈকত, নাফিস প্রমুখ।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।