ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশে ধর্ষকদের শাস্তির দাবিতে জার্মানিতে সমাবেশ

জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
বাংলাদেশে ধর্ষকদের শাস্তির দাবিতে জার্মানিতে সমাবেশ

বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশি প্রবাসীরা।  

জার্মানির কয়েকজন নাগরিকও এতে অংশ নেন।

 

বাংলাদেশে মহামারি আকারে বেড়েছে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংস আচরণের ঘটনা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী ধর্ষণের শিকার হচ্ছেন।  

সমাবেশে অংশ নেয়া প্রবাসী নাগরিক সমাজ ও স্থানীয় জার্মানদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মীর মোনাজ হক, শারিকা সিরাজ, আজিজুর রহমান খান আসাদ, বাবুল সাঈদ, বিরগিটে, তন্বী নওশিন, শাম্মী হকসহ অনেকে।

তারা বলেন, ধর্ষণের জন্য নারীর পোশাক নয় বরং বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতাসীনদের স্বৈরচারী আচরণ, শিক্ষানীতিতে অসঙ্গতি, শুধু নারী ও শিশু নয় ভিন্ন সংস্কৃতির, সম্প্রদায়ের বা গোত্রের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা এবং সামাজিক দায়বদ্ধতার অভাবেই ধর্ষণের মতো সামাজিক অপরাধ বাড়ছে।  

তারা ধর্ষকদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।