bangla news

স্পেনে নথিভুক্ত হলো ঢাকা জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ

কবির আল মাহমুদ, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০২ ৭:২০:২৪ পিএম
সভায় ঢাকা জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদের সদস্যরা।

সভায় ঢাকা জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদের সদস্যরা।

স্পেন থেকে: স্পেন সরকারের নথিভুক্ত হলো ঢাকা জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ। সংগঠনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমানসহ নির্বাহী কমিটির আন্তরিক প্রচেষ্টার ফলে এ আনুষ্ঠানিক স্বীকৃতি।

বুধবার (৩০ অক্টোবর) স্পেন সরকার কর্তৃক নথিভুক্ত হওয়ার স্বীকৃতি লাভ করায় সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালিক।

সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সাইফুল ইসলাম মামুন, বাবু আহমদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাফিজ আহমদ, খোকন ডালী, আরজু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল সামাদ, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর, প্রচার সম্পাদক মো. সোহেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. আসিফ, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল সুমনসহ ক্রীড়া সম্পাদক রুহেল মিয়া জনি প্রমুখ।

পরে বিদায়ী কমিটির উদ্যোগে কমিউনিটি নেতাদের সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু, ব্যবসায়ী আব্দুল কায়ূম মাসুক প্রমুখ। 

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির প্রধান উপদেষ্টা হাজী আব্দুল খালিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-11-02 19:20:24