bangla news

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২০ ১০:২০:৫১ এএম
ইফতার মাহফিলে বক্তব্য দেন রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান

ইফতার মাহফিলে বক্তব্য দেন রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন আবুধাবি যায়িদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হাবিবুল হক খন্দকার, ড. রায়হান জামিল, দূতাবাসের লেবার কাউন্সিলর আলিম উদ্দিন, সচিব মো. জোবাইদ, জনতা ব্যাংকের সিইও আমিনুল হাসান, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি প্রমুখ।

রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, দূতাবাসের কিছু কর্মচারির বিরুদ্ধে প্রবাসীদের হয়রানি ও অনিয়মের অভিযোগ এসেছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলে তা হোয়াটসআপ নাম্বারে বা সরাসরি জানালে ব্যবস্থা নেয়া হবে।

পরে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-20 10:20:51