ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সাধারণ ক্ষমার মেয়াদ বেড়েছে আমিরাতে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, অক্টোবর ৩১, ২০১৮
সাধারণ ক্ষমার মেয়াদ বেড়েছে আমিরাতে

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। সাধারণ ক্ষমার মেয়াদ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও আগামী ১ ডিসেম্বরে শেষ হবে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস জানিয়েছে, যেসব বাংলাদেশি এখনও বৈধতা গ্রহণ করেননি, তারা অবিলম্বে সাধারণ ক্ষমার আওতায় বৈধভাবে থাকার সুযোগ গ্রহণ করতে পারবেন।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার জন্য দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলো।

প্রথম দফায় গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ ছিলো।  

এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীদের আবেদন করতে বলা হয়। দ্বিতীয় দফায় আগামী ১ ডিসেম্বর পযর্ন্ত  এই ক্ষমার মেয়াদ বাড়ানো হয়। আমিরাতে অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। এই সুযোগ গ্রহণ করতে পারবেন তারাও।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮ 
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।