bangla news

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের কবিতা প্রতিযোগিতা

1080 |
আপডেট: ২০১৪-১১-১৪ ১২:৪৭:০০ এএম

প্রথমবারের মতো সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিবাসী শ্রমিকদের জন্য কবিতা প্রতিযোগিতার অনুষ্ঠান। ন্যাশনাল লাইব্রেরি সিঙ্গাপুর ও বাংলার কণ্ঠের আয়োজনে ১৬ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ঢাকা: প্রথমবারের মতো সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিবাসী শ্রমিকদের জন্য কবিতা প্রতিযোগিতার অনুষ্ঠান। ন্যাশনাল লাইব্রেরি সিঙ্গাপুর ও বাংলার কণ্ঠের আয়োজনে ১৬ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 শহরের ন্যাশনাল লাইব্রেরি বিল্ডিং এর লেভেল-৫-এ সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রতিযোগিতা হবে। আগ্রহীদের নিবন্ধন করার প্রয়োজন নেই।

প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে:

প্রত্যেক প্রতিযোগী বাংলায় ও ইরেজিতে লেখা সর্বোচ্চ তিনটি কবিতা পাঠাতে পারেন। বাংলা কবিতা হলে তার সঙ্গে ইংরেজি অনুবাদ দিতে হবে। শুধুমাত্র সিঙ্গাপুরে বৈধ শ্রমিকরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ফাইনালে‌ নির্বাচিত কবিতা বিচারক ও শ্রোতাদের সামনে পাঠ করতে হবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2014-11-14 00:47:00