ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

নিউইয়র্কের চিঠি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
নিউইয়র্কের চিঠি

বাংলাদেশের পক্ষে কাজ করা পৈতৃক দায়বদ্ধতা: হ্যানসেন ক্লার্ক

রানা রায়হান
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্রাটিক পার্টির (মিশিগান-১৩) পক্ষে প্রতিনিধি সভার সদস্য পর হ্যানসেন হাশিম ক্লার্ক বলেন, ‘আমি যখনই সুযোগ পাবো তখনই বাংলাদেশের সার্বিক কল্যাণে সর্বাত্মক ভূমিকা পালনে সচেষ্ট হব। এটা আমার পৈতৃক দায়বদ্ধতা।



প্রতিনিধি সভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর হ্যানসেন হাশিম ক্লার্ক প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের জনসাধারণের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমার এ অর্জনের নেপথ্যে বাংলাদেশের মানুষের ভালোবাসা ভীষণভাবে কাজ করেছে। ’

কার্ক ২১২তম কংগ্রেসের সদস্য হওয়ার মাধ্যমে বাংলাদেশি-আমেরিকানদের ইতিহাসে নব অধ্যায় সূচিত করলেন।

বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান দেওয়ান বজলু, নিউ জার্সির প্যাসেইক কাউন্টি ডেমোক্রাট মেম্বার মতিউর খন্দকার, প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির নেতা আবুল কাশেম মজুমদার এবং কলেজ অব নিউজার্সি ইন্টারন্যাশনাল বিজনেসের শেষ বর্ষের ছাত্র দেওয়ান সামিউল আহসান তাকে অভিনন্দন জানান।

হ্যানসেন ক্লার্ক আরও বলেন, ‘এ বছরই আমি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করব। বাবার জন্মভূমিতে গিয়ে পাড়া-প্রতিবেশীদের আশীর্বাদ নেব এবং মানুষের কল্যাণে নব উদ্যমে কাজে মনোযোগী হবো। ’

উল্লেখ্য, কংগ্রেসের ২২৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি মার্কি প্রতিনিধির সভার সদস্য নির্বাচিত হয়েছেনে।



ওয়াশিংটন ফোবানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শারমীনা ইসলাম
ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটি হিল্টনে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৭ জানুয়ারি আয়োজিত সভায় ফোবানার ২৫তম এই রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বক্তব্য রাখেন, মোহম্মদ আলমগীর, ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ড. গোলাম ফরিদ আক্তার, করিম সালাউদ্দিন, মিনহাজ উদ্দিন বাবর প্রমুখ।

ওয়াশিংটন ফোবানার সাংগঠনিক কমিটির কনভেনর মনোনীত হয়েছেন মোহম্মদ আলমগীর, চিফ প্যাট্রন ড. গোলাম ফরিদ আক্তার, চিফ অ্যাডভাইজার ড. শাহজাহান মাহমুদ, প্রথম কো-কনভেনর এবং ডেপুটি-ইন-চার্জ এটিএম আলম। কো-কনভেনররা হলেন, মিনহাজ উদ্দিন বাবর (নিউইয়র্ক), শরাফত হোসেন বাবু, মজনু মিয়া, নিজাম আহমেদ, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন জিকব বড়ুয়া, আক্তার হোসেন, জাহাংগীর আলম বাবু (নিউইয়র্ক), আব্দুল মান্নান, শামীম হায়দার, শিরিন আক্তার মজিবুর রহমান এবং চিফ কোঅর্ডিনেটর হাজী করিম সালাউদ্দিন, মেম্বার সেক্রেটারি নুরুল আমীন নুরু, প্রথম জয়েন্ট সেক্রেটারি আব্দুস সাত্তার।

কমিটির জয়েন্ট সেক্রেটারীরা হলেন-- মোহম্মদ ইউসুফ (নিউইয়র্ক), মোশারফ হোসেন দুলাল, ডা. বিশ্বজিত। কোর্ডিনেটররা হলেন, মনির হোসেন, হারুনুর রশীদ, মাসুদুর রহমান, তৈয়ব হোসেন, পুলক সিকদার, কামালউদ্দিন, মোহম্মদ শাহজাহান, শামীম আলী, খন্দকার জি হাসান।



সরকারের দুই বছর নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড. জিল্লর খান

নুসরাত জাহান
বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে বলা হলে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের রিজিওনাল কনফারেন্স-৩৭-এর চেয়ারম্যান প্রফেসর ড. জিল্লুর রহমান খান  কার্যক্রমকে বিভিন গ্রেডে ভাগ করেন।

ড. খানের দেওয়া গ্রেড হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন বি, সামষ্টিক অর্থনীতি এ, মানবাধিকার বি, রাজনৈতিক সংস্কার সি, বিচার বিভাগীয় সংস্কার সি, প্রশাসনিক সংস্কার সি, পররাষ্ট্র নীতি এ, শিক্ষা সংস্কার এ, দারিদ্র্য দূরিকরণ বি প্লাস এবং শ্রম বিষয়ক ব্যবস্থাপনা ডি।

ড. খান যুক্তরাষ্ট্রের উইসকনসিন ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর।

পররাষ্ট্র নীতি, শিক্ষা সংস্কার এবং সামষ্টিক অর্থনীতিতে সরকার ভাল করেছে বলে তিনি মনে করেন।

অপরদিকে, মানবাধিকার এবং অবকাঠামোগত উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার ততটা ভাল করতে পারেনি। একইভাবে বিচার বিভাগ, রাজনীতি, প্রশাসনিক সংস্কারে যতটা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম সম্পাদিত হয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, সরকারের সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে শ্রম-ব্যবস্থাপনা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বিশেষ ঘোষণা

আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর প্রবাসের চিঠি বিভাগে লিখতে পারবেন। আপনাদের স্বপ্ন, অনুভূতি, গল্প-কবিতা, ঘটনা, অনুষ্ঠানসহ নানা বিষয় এতে স্থানে পাবে। লেখা পাঠাবার ঠিকানা: [email protected] অথবা [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।