ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব বিলীন হবে

প্রবাসের চিঠি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩

ফিনল্যান্ড: শুধু মুখের কথায় শেখ হাসিনা তত্ত্বাবধায়ক দেবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে হবে।



শুক্রবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক আলোচনা সভায় এ সব কথা বলেন ফিনল্যান্ড বিএনপির নেতারা।

দেশবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, স্বৈরাচারী এরশাদের পতন যেভাবে ঘটানো হয়েছিল ঠিক সেভাবেই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে সবকিছু অচল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় করতে হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফিনল্যান্ড বিএনপি নেতারা আরও বলেন, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ম্যান্ডেট আপনাকে দেয়া হয়নি। নির্দলীয় সরকারের দাবি দেশের ৯০ ভাগ মানুষের।

ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ সভাপতি বদরুম মনির ফেরদৌস, সহ সভাপতি মো. আওলাদ হোসেন, নাসির খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু্, যুগ্ম সম্পাদক গাজী সামসুল আলম, তাপস খান, ফিনল্যান্ড তারেক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল মাসুদ আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন মজুমদার, মোস্তাক সরকার,  ফিনল্যান্ড যুবদলের সভাপতি নিজামউদ্দিন নিজাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ, ফিনল্যান্ড তারেক পরিষদের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সবুর খান, পারভেজ মনোয়ার, ফোরকান আহমেদ, বায়জীদ, রাইসুল ইসলাম, গাজী জসিম, তানভীর আহমেদ, জাভেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।