ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ভিচেন্সায় প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

ইসমাইল হোসেন স্বপন, গেস্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
ভিচেন্সায় প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

ইতালি: ইতালিতে ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার (২৭ এপ্রিল) ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল হালিমের উদ্যোগে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ভিচেন্সার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ীসহ প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলা কমিউনিটির নেতা এমদাদুর  রহমান চৌধুরী, আহমেদ, রনি শেখ, মাসুদ আলী, জামাল উদ্দিন, বিপুল দাস, সেলিম হোসেন, আব্দুর সাত্তার, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবলুসহ অনেকে।

অনুষ্ঠানে প্রবাসীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানে।

আব্দুল হালিমের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কলাবাড়ি গ্রামে। তিনি ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান। ভিচেন্সার একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।