ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

জেদ্দায় বাংলাদেশি গুলিবিদ্ধ

মোহাম্মদ আল-আমীন, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জুন ২২, ২০১২

জেদ্দাঃ সৌদি আরবের জেদ্দায় ছিনতাইকারির কবলে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী আলাউদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় গুরুতর আহত আলাউদ্দিনকে জেদ্দা কিং ফাহাদ মেডিকেলে ভর্তি করা হয়।



প্রত্যক্ষদর্শী অপর বাংলাদেশি ইমন বাংলানিউজকে জানান, আলাউদ্দিন দুপুরে তার লন্ড্রি থেকে বাসায় ফেরার পথে দুইজন কালো সৌদি তার গতিরোধ করে সঙ্গে থাকা অর্থ হাতিয়ে নিতে চাইলে আলাউদ্দিন তাতে বাঁধা দেয়। এসময় ছিনতাইকারিরা আলাউদ্দিনের পায়ে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

আশপাশের লোকজন আহত আলাউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়। এ্ররপর সেখান থেকে তাকে সরকারি বাদশাহ ফাহাদ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি কিছুদিন আগে দেশে ছুটি কাটিয়ে জ্জেদ্দায় আসেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।