ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফারুক আহমেদ যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
ফারুক আহমেদ যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

ঢাকা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন।



এছাড়া দলের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আবদুস সামাদ আজাদ ও আইরিন পারভিন দেশে অবস্থান করায় ফারুক আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আবদুস সামাদ আজাদ ব্যক্তিগত কাজে এক মাসের জন্য দেশে যাওয়ার পর সাংগঠনিক নিয়মানুযায়ী দলের প্রথম সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বা যুগ্ম সম্পাদকরা দেশ থেকে ফিরে না আসা পর্যন্ত ফারুক আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।