ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অ্যায়াক্স-এ প্রথম মসজিদের জন্য তহবিল-সংগ্রহ ডিনার রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
অ্যায়াক্স-এ প্রথম মসজিদের জন্য তহবিল-সংগ্রহ ডিনার রোববার

কানাডার অন্টারিও এলাকার শহর অ্যায়াক্স-এ প্রথম মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে ফ্যামিলি ফান্ড রাইজিং গালা ডিনারের আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল এই ফান্ড রাইজিং ভোজ স্থানীয় সময় বিকাল ৫টায় শুরু হবে অ্যায়াক্স কনভেনশন সেন্টারে (৫৫০ বেক ক্রেস অ্যায়াক্স, হিলটন গার্ডেন হোটেলের পেছনে)।

এতে প্রধান অতিথি থাকবেন জুন‍নাইদ জামশেদ এবং মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. মুনির এল কাসেম।

ইসলামিক সোসাইটি অফ অ্যায়াক্স (মুসাল্লা দারুল ফালাহ) আয়োজিত এই ডিনারের টিকিটের মূল্য রাখা হয়েছে ৩৫ ডলার। ডিনারে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে লটারিতে ওমরাহ পালনের দুটি টিকিট জয়ের সুযোগ।  

টিকিট অনলাইনেও কেনা যাবে। সেক্ষেত্রে সোসাইটির ওয়েব http://www.ajaxmasjid.ca ভিজিট করতে হবে।

অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্যে এখানে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন: ওয়াক্কাস সাঈদ-৬৪৭-৯৯৯-০৬০৫, তানভীর ওয়াহেদি-৪১৬-৮৩৮-১৩৮৪, খালিদ খান-৪১৬-৮৯২-৬৮৪৯।

অ্যায়াক্স, কানাডা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১২

সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।