ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশ মিশনে পহেলা বৈশাখ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে পহেলা বৈশখা উদযাপন করতে যাচ্ছে।

স্থায়ী মিশনের মিনিস্টার (কালচারাল) মমতাজউদদীন আহমদ মঙ্গলবার একটি বিবৃতিতে এতথ্য জানান।



এতে বলা হয়, ১৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ স্থায়ী মিশনের মিলনায়তনে। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক এবং শিল্পীরা আসবেন।

বৈশাখের এ সন্ধ্যায় বাংলার লোকসংগীতের আসর হবে। দেশি শিল্পীরা লোক সংগীতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।