ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা লিংকনসহ ও অন্যান্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফিনল্যান্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এক যৌথ অভিনন্দন বাণীতে ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতারা ডেনমার্ক আওয়ামী লীগের নবগঠিত কমিটির সার্বিক সফল্য কামনা করে বলেন, বাচ্চু ও লিংকনের নেতৃত্বে ডেনমার্ক আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
অভিনন্দন বাণীতে স্বাক্ষর করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী মোঃ রমজান, সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুল হক সাহিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, স্বপন মুজিবুল্লাহ, পাপ্পু, মোরছালীন, শাখাওয়াত হোসেন, নাজমুল হাসান লিটন, আবদুল কুদ্দুস, আজিজুল, মামুন, রাকিবুল হাসান, মঞ্জুর রহমান, মোঃ খালেদুল ইসলাম জিতু, আতাউর রহমান রুহেল, তানভীর আহমেদ, জয়নাল, ইমন আহমেদ, নাজমুল হাসান লিটন, আরিফুর রমান আরিফ, শেখ সেলিম, শেখ সোহেল, সায়েম হোসেন, জাহিদ চৌধুরী, মহিবুল ইসলাম, সৌরব, মিলন, উজ্জ্বল, দ্বীপক, রোজারিও, জুয়েল, লাবু, জাহিদ, আনোয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর