ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জিয়াই স্বাধীনতার ঘোষক : বেলজিয়াম বিএনপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

ঢাকা : বেলজিয়াম শাখা বিএনপি বলেছে, বাংলাদেশ স্বাধীনতা ও জিয়া একটি অবিচ্ছেদ অধ্যায়, এই অধ্যায়কে অস্বীকার করার অর্থই হচ্ছে স্বাধীনতাকে অস্বীকার করা। কারণ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।



বেলজিয়াম শাখা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ নামক এ ভূ-খণ্ড থাকবে ততদিন অম্লান থাকবে শহীদ জিয়ার সুমহান ঘোষণা।

বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিল ইব্রাহিম, টিএম ওয়ারেছ বাচ্ছু আব্দুল আজিজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসান লিটন, হারুন রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সেলিম, মাইকেল ইকবাল, সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা সুমন আহমদ, মো. আলম হোসেন, সানুর আলী, আ.ন.ম. মহসিন, কবির আহমদ, শামছুল খান, মিঞতছু, জিয়াউল হক, ফিরোজ আহমদ, আহমদ চৌধুরী, জহির আহমদ, সাইদুর রহমান, বাবুল আহমদ, উজ্জল মিয়া, ফারুক আহমদ, মিলন প্রমুখ।  

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা ছাদিকুর রহমান।

বাংলাদেশ সময় : ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।