ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদ বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

মোহাম্মদ আল-আমীন, রিয়াদ (সৌদি আরব) থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২
রিয়াদ বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

‘সরকার আদালতের কাঁধে ভর করে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে। প্রকৃত ইতিহাস শিক্ষার নামে নতুন প্রজন্মের সামনে বিকৃত ইতিহাস তুলে ধরছে।

’৭১ সালে নেতৃত্বহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। ’

৪১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদ মহানগর বিএনপির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইস্ট রামাদ অডিটোরিয়ামে আয়োজিত গত ২৬ মার্চ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ(বাংলা মাধ্যম)এর সাবেক চেরায়ম্যান বিশিষ্ট সাহিত্যিক ফিরুজ খান।
আহমেদ উল্লাহ জনির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি ক্বারী আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, ডা. জাকিউল হক জাকির, ডা. মামুনুর রহমান, ডা. আসাদুজ্জামান, আব্দুল মোতালেব, গোলাম সারওয়ার, আবুল বাশার, সাদেক হোসাইন, ডা. সোহান, তাজুল ইসলাম, গাজী জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির প্রমুখ।

সভায় রিয়াদ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।