ধামরাইয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়!

সাভার সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

সাভার : ঢাকার ধামরাইয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থী ও অভিভাবকরা অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে।

জানা গেছে, বোর্ড ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ১৮৫ টাকা এবং মানবিক ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৯৫ টাকা আদায় করার কথা। কিন্তু ভালুম ও ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বোর্ডের নিদের্শ অমান্য করে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৩ হাজার ২৭৫ টাকা থেকে ৫ হাজার টাকা করে ফি আদায় করছে।

হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৫৬ জন শিক্ষার্থী অতিরিক্ত ফি দিয়ে এসএসসির ফরম পূরণ করছে। এছাড়াও আরো অনেক দরিদ্র পরিবারের পরীক্ষার্থী অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শুধু ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ই নয়, উপজেলার যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নিকলা জে হক উচ্চ বিদ্যালয়, জলসীন এলোকেশী উচ্চ বিদ্যালয়, বেলিশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়, হরলাল উচ্চ বিদ্যালয়, সুয়াপুর-নান্নার উচ্চ বিদ্যালয়সহ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরাই এসএসসি ফরম পূরণের জন্য ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মো : জামশেদ আলী এসএসসির ফরম পূরণে ৩ হাজার ৩৬৫ টাকা ফি আদায় করার কথা স্বীকার করে বলেন, প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে বোর্ড ফি ১ হাজার ১৮৫ টাকা, তিন মাসের বেতন ৪৮০ টাকা, সেশন চার্জ ৭০০ টাকা, কোচিং ফি ৭০০ টাকা, মডেল টেস্টের জন্য ৩০০ টাকা করে আদায় করা হয়েছে। এখানে অতিরিক্ত কোন টাকা আদায় করা হয়নি।

এব্যাপারে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনা পারভীনের সঙ্গে মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময় ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান