চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন জেলা স্টেডিয়ামের পাশে নবনির্মিত এ সুইমিং পুলের উদ্বোধন করেন-জেলা প্রশাসক সায়মা ইউনুস।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের কর্মকর্তা এম মামুনউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে সেরা সাঁতারু খোঁজ করতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়। জেলায় এর আগে কোনো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র না থাকায়, অনেক প্রতিভাবান সাঁতারু তাদের প্রতিভা বিকাশিত করতে পারেনি। প্রতিভাবান সাঁতারুদের খোঁজে এ প্রশিক্ষণ কেন্দ্র অনেক অবদান রাখবে।

এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরবি/


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান