দ্বিতীয় দিনেও প্রার্থীদের পদচারণায় মুখরিত কাপাসিয়া

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২১:৪৯, সেপ্টেম্বর ১১, ২০১২

গাজীপুর: ৩০ সেপ্টেম্বরের গাজীপুর-৪ (কাপাসিয়া) উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধির আওতায় প্রচারণার দ্বিতীয় দিন মঙ্গলবারও প্রার্থীদের পদভারে মুখরিত ছিলো কাপাসিয়ার জনপদ।

আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি মিডিয়ার কাছে বলেন, ‘‘বঙ্গবন্ধু ও বঙ্গতাজ তাজ উদ্দিন আহমদের আদর্শ আমার ঠিকানা। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও কাপাসিয়াবাসীর উন্নয়নে কাজ করার জন্য আমি এসেছি। আশা করি জনগণ সেই মর্যাদা রাখবেন।’’

সিমিন হোসেন রিমির একান্ত সহকারী অ্যাডভোকেট আমানত হোসেন খান বাংলানিউজকে বলেন, প্রার্থী রিমি সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেছেন। তিনি বিকেলে কুড়িয়াদী খেয়াঘাটে  পথসভায় বক্তব্য দেন। তিনি বিরউজুলী, পাঁচূয়া, আড়ালিয়া বাজার, টোক বাজার, কপালেশ্বর, বড়বেড়, নয়ানগর, কুড়িয়াদী, সিংহস্রী ও বড়হরসহ অসংখ্য জায়গায় গণসংযোগ করেছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রিমির চাচা অ্যাডভোকেট আফছার উদ্দিন খানের একান্ত সহকারী অ্যাডভোকেট সারোয়ার-ই কায়নাত বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীসহ তারা কাপাসিয়ার ত্রিমোহনী, চালা বাজার, মানিক বাজার, খিরাটি বাজারসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় গণসংযোগ চালিয়েছেন।

সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে তার গণসংযোগ শুরু হয়। তিনি তিনি কাপাসিয়ার কুশদি, মুন্সিবাজার, সিংগুয়া বাজার, খিরাটি, ঘাগটিয়ার চালা,কামারগাঁও ও আড়ালিয়া বাজারসহ  বেশ কয়েকটি জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান