
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে ২৫শে বৈশাখ অর্থাৎ ৮মে মঙ্গলবার দেশের প্রায় সবকটি চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ সব অনুষ্ঠানের। চ্যানেল গুলোতে সাজানো হয়েছে রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন নাটক, নাচ, কবিতা আবৃতি ও গানের অনুষ্ঠান দিয়ে। প্রিয় পাঠক আসুন চোখ রাখা যায় টিভি চ্যানেলে প্রচারিত নির্বাচিত কয়েকটি অনুষ্ঠানের উপর-
এটিএন বাংলা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘দেনা-পাওনা’ অবলম্বনে রবীন্দ্র জয়ন্তীর বিশেষ টেলিফিল্ম ‘নিরুপমা’। প্রচারিত হবে ৮মে মঙ্গলবার বেলা ৩টা ১০মিনিটে। মিরন মহিউদ্দিনের রচনা ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করেছেন রাইসুল ইসলাম আসাদ, বিন্দু, সাঈদ বাবু, কে.এস. ফিরোজ, তুষার খান, আশরাফ কবির, আব্দুল হান্নান শেলী, আবু সাঈদ খান, শিরিন বকুল, সিরাজ হায়দার, নিশু রহমান, সোহেল রানা বাবু, উদয় খান, নিশো, সূবর্ণা, মিহিক, লিমা প্রমুখ।
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে রুমানা আফরোজের প্রযোজনায় বিশেষ গীতি নৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলি’। ভানু সিংহ ঠাকুরের পদাবলি অনুসরণে শেখ হাফিজুর রহমান রচিত এ অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন সুকল্যাণ ভট্টাচার্য। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের মূল ভূমিকায় থাকছেন শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ।
সঙ্গীতশিল্পী ইভা রহমানের পরিবেশনায় বিশেষ রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’। প্রচারিত হবে ৮ মে মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য।
চ্যানেল আই
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আইয়ের বিশাল আয়োজনে থাকছে ‘লাক্স চ্যানেল আই রবীন্দ্র জন্মজয়ন্তী মেলা’১২। ৮ মে মঙ্গলবার সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মেলা। আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘চারুলতা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বেলা ২টা ৪০ মিনিটে। কবিগুরুর ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। এ ছবিতে অভিনয়ে আছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, মিতা নূর, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসির রান্না বিষয়ক অনুষ্ঠান ‘কবিগুরুর প্রিয় খাবার’।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বণে নির্মিত বিশেষ নাটক ‘দান প্রতিদান’। চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় এ নাটকের নাট্যরূপ দিয়েছেন মুজতবা সউদ। এতে অভিনয়ে আছেন রোজিনা, চঞ্চল চৌধুরী, জাহিদ হোসেন শোভন, জুতিকা জুতি প্রমুখ। নাটকটি রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।
এনটিভি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলফ্রেড খোকনের প্রযোজনায় সকাল ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। কৃষ্ণকলি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা পর্বে গান গেয়েছেন।
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কন্ঠে রবীন্দ্রনাথ’। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম। এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের কণ্ঠে ছড়া, কবিতা ও গানে গানে রবীন্দ্রনাথকে স্মরণ করা হবে।
সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ’র প্রযোজনায় বিশেষ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিচালনায় এ অনুষ্ঠানে নৃত্যে অংশ নিয়েছেন শিল্পী সাদিয়া ইসলাম মৌ, কবিরুল ইসলাম রতন, ফারহানা আক্তার বেবী ও রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
বেলা ১২টা ১০মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে বিশেষ নাটক ‘বিভা’। সুমন আনোয়ার এর নাট্যরূপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
বেলা ২টা ৩০ মিনিটে সরাসরি প্রচারিত হবে বিশেষ গানের অনুষ্ঠান ‘রবী’র গানের সাথে’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে থাকছে এসময়ের জনপ্রিয় কয়েকজন শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময়ে স্বকন্ঠে গাওয়া গানগুলো গাইবেন তারা।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘খোলা চোখে রবীন্দ্রনাথ’। বিচারপতি হাবিবুর রহমানের অংশগ্রহনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারুক ওয়াসিফ। শিল্পী সুস্মিতা মন্ডল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
রবীন্দ্রনাথের ঠাকুরের ছোটগল্প হৈমন্তী অবলম্বনে বিশেষ নাটক ‘শিশির’। নাহিদ বাবুর পরিচালনায় ও অয়ন চৌধুরীর নাট্যরূপে এ নাটকে অভিনয় করেছেন প্রভা, আবির, চিত্রলেখা গুহ, অর্পণা প্রমুখ। নাটকটি রাত ৯টায় প্রচারিত হবে ।
বাংলাভিশন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তার ভাবনা নিয়ে নাচ, গান ও অভিনয়ের সমন্বয়ে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বভরা প্রাণ’। এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন মিতা হক ও আজিজুর রহমান তুহিন। নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান। আর আরমান পারভেজ মুরাদ ও সোহানা সাবা অভিনয় অংশে পাঠ করবেন। রেহেনা রাহা’র প্রযোজনায় অনুষ্ঠানটি ৮ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
বৈশাখী টেলিভিশন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ৭ মে রাত সাড়ে ১২টায় খালেদ খানের নির্দেশনায় প্রচারিত হবে মঞ্চনাটক ‘ক্ষুধিত পাষাণ’।
পরদিন ৮ মে মঙ্গলবার সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে শাকিলা জাফর ও কামাল আহমেদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘যদি তারে নাই চিনি গো’।
দুপুর ১টা ১৫মিনিটে প্রচারিত হবে ড. চঞ্চল খানের পরিচালনায় প্রামাণ্য চিত্র ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’।
রাত ৮টায় সাদী মহম্মদের উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পঁচিশে বৈশাখ হে চির নতুন’। এতে সঙ্গীত পরিবেশন করবেন চঞ্চল খান, লিলি ইসলাম, কমলিনী মুখোপাধ্যায় ও প্রবুদ্ধ রাহা।
চ্যানেল নাইন
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ৮ মে মঙ্গলবার প্রচারিত হবে অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনা বিশেষ নাটক ‘বাঁশি’। এতে অভিনয় করেছেন হিল্লোল, শশী, সাবেরী আলম প্রমুখ। নাটকটি রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।
রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে জে. এন. এইচ. এম হাসানের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘তাহাদের কথা’। রবীন্দ্রনাথের গল্প-উপন্যাস ভিত্তিক চলচ্চিত্র ও এ চলচ্চিত্রগুলো নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের নিজস্ব ভাবনা ও বিশ্লেষণ থাকবে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন রেবেকা সুলতানা দীপা।
মাছরাঙা টিভি
সকাল ৭টায় পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে বিশেষ সঙ্গীতানুষ্ঠান `রাঙা সকাল`।
দুপুর ২টা ৩০মিনিটে প্রচারিত হবে শুভ্র উজ্জ্বলের পরিচালনায় নাটক `ত্যাগ`। এ নাটকে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইন্তেখাব দিনার ও সানজিদা প্রীতি প্রমুখ ।
রাত ৮টায় রবীন্দ্রনাথের `বাঁশি` কবিতা অবলম্বনে বিশেষ নাটক `বাঁশি`। গৌতম কৈরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মিম, রাহুল আনন্দ ও দীলিপ চক্রবর্তী।
রাত ১১টায় প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান `রাঙা রাত` । অনুষ্ঠানে সরাসরি গাইবেন সঙ্গীতশিল্পী মিতা হক।
বাংলাদেশ সময় ১৮২০, মে ০৭, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর