ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

১৬ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মার্চ ২৯, ২০২১
১৬ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।  

সোমবার (২৯ মার্চ) বিকেল থেকে গ্যাস স্বাভাবিক হয়।

 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল হক বাংলানিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বিকেলের পর থেকে গ্যাস স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিনা নোটিশে জেলার কয়েক হাজার গ্রাহকদের সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে বাসা-বাড়ি ও বিভিন্ন খাবারের হোটেলগুলোতে গ্যাসের অভাবে বন্ধ থাকে। রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। শুকনো খাবারের দোকানগুলোতে মানুষের চাপ বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।