ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে আ.লীগ

রাঙামাটি: দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, দেশের এমন কোনো জায়গা নেই যেখানে সরকারের উন্নয়ন হয়নি। শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবেন।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্যাঞ্চলের রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির- গির্জা, স্কুল-কলেজ সব জায়গায় যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। যা ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে।  

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, বোর্ডের অর্থায়নে ৯৫ লাখ টাকা ব্যয়ে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন, ৮০ লাখ টাকা ব্যয়ে কলেজের আইসিটি ভবন, ৯০ লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাস, ৫৫ লাখ টাকা ব্যয়ে কলেজের সীমানা প্রাচীর ও শহীদ মিনার নির্মাণ এবং ৭০ লাখ টাকা ব্যয়ে বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়ায় অবস্থিত বৌদ্ধ বিহারের দুইতলা ভবন নির্মাণসহ সর্বমোট ৩ কোটি ৯০ টাকা কাজের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন মন্ত্রী।

এ সময় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,  রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।