ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পাবনায় আ. লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালিত

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
পাবনায় আ. লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালিত

পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগ রোববার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

জেলা প্রশাসনের দায়ের করা মামলার আসামি জেলা যুবলীগ-ছাত্রলীগের ২১ জন নেতা-কর্মী রোববার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি ও ডিসি-এডিসি-র অপসারণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত রোববারের ডিসি অফিস ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিােভ মিছিল পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তসলিম হাসান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু প্রমুখ।

বিােভ সমাবেশ চলাকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আব্দুল হামিদ সড়ক অবরোধ করে সেখানে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন।

অবস্থান ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পরে সরকার আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছে, সে সময়ে জামায়াত সমর্থিত প্রজাতন্ত্রের কিছু সরকারি কর্মকর্তা বিচার কাজকে প্রতিহত করতে উঠেপড়ে লেগেছেন। ’

বক্তারা অবিলম্বে পাবনার এ দুর্নীতিবাজ জেলা প্রশাসক ড. এএফএম মঞ্জুর কাদির ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলহাজ্ব ইমাম উদ্দিন কবিরের অপসারণ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।