ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুবদলের পাল্টা কমিটি সাভার-ধামরাই-আশুলিয়ায়, জেলা আহবায়ক অবাঞ্ছিত

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

সাভার: ঢাকা জেলা যুবদলের সদ্য ঘোষিত সাভার, ধামরাই ও আশুলিয়া থানার আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে পদবঞ্চিত বিদ্রোহীরা। একই সঙ্গে জেলা যুবদল আহবায়ক নাজিম উদ্দিন নাজিমকে এসব এলাকায় অবাঞ্ছিত ও প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা।

গঠন করেছে পাল্টা কমিটিও।

রোববার বিকেলে সাভারের সোবহানবাগ এলাকায় সাভার পৌরসভার কাউন্সিলর ও সদ্য ঘোষিত কমিটির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

তিন থানার পদবঞ্চিত ও বিদ্রোহী গ্র“পের যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা  বিএনপির সহ-সভাপতি সাবেক সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম।

বিএনপির দুই শীর্ষ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও আমান উল্লাহ আমানকে ইঙ্গিত করে ব্যারিস্টার জিয়াউর রহমান খান বলেন, ‘তাদের ইন্ধনে উপজেলার নেতাদের বাইপাস করে পকেট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ত্যাগী নেতাদের স্থান হয়নি। যারা আওয়ামী লীগ করতো তাদের নেতৃত্বেই এই পকেট কমিটি গঠন করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘দলের রীতিনীতি মেনে গণতান্ত্রিক পন্থায় এখানেই ‘আসল’ কমিটি ঘোষণা দেওয়া হবে। ’

ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুও দুই শীর্ষ নেতার সমালোচনা করে বলেন, ‘কেরানিগঞ্জে বসে সাভার ধামরাইয়ের কমিটি ঘোষণা হয় কিভাবে?’

তিনি বলেন, ‘আগামী তিন বছর যেখানে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে, সেখানে পকেট কমিটি ঘোষণা করায় দলের মধ্যে কোন্দল তীব্র আকার ধারণ করেছে। ’

খোরশেদ আলম বলেন, ‘জেলা থেকে চাপিয়ে দেওয়া কমিটি নেতাকর্মীরা মেনে নেবে না। পাল্টা তিন কমিটি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এখন থেকেই আমাদের গঠন করা কমিটিই বৈধ। ’

এ সময় জেলা যুবদল আহবায়ক নাজিম উদ্দিন নাজিমকে তিন থানা এলাকায় অবাঞ্ছিত ও প্রতিহত করার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad