ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফখরুল বরিশাল শহরে প্রবেশের মুহূর্তে ছাত্রদল-ছাত্রলীগের মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
ফখরুল বরিশাল শহরে প্রবেশের মুহূর্তে ছাত্রদল-ছাত্রলীগের মহড়া

বরিশাল: বিএন‌পির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ব‌রিশালে এসে পৌঁছেছেন দলটির মহাস‌চিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তি‌নি ব‌রিশাল শহরে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ব‌রিশাল নগরে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ।

একই সময়ে মহড়া দেয় ছাত্রদলও।  

দলীয় সূত্রে জানা‌ গেছে, শুক্রবার (০৪ নভেম্বর) বিকাল ৫টা ১০ মি‌নিটে ঢাকা থেকে বিমানযো‌গে ব‌রিশাল বিমানবন্দরে এসে পৌঁছান মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মীর্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।  তাদের বিমানবন্দরে অভ‌্যর্থনা জানান কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ম‌জিবর রহমান সরোয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  

পরে ব‌রিশাল মহানগর ছাত্রদলের সভাপ‌তি রেজাউল ক‌রিমের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে ব‌রিশালে প্রবেশ করেন তারা। এই ছাত্রনেতা বলেন, কেন্দ্রীয় নেতা‌রা ব‌রিশালে এসেছে। এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন।

এদিকে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌রিশা‌লে আসার ঠিক আগে আগে নগরে বিশাল মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সহ-সভাপ‌তি সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে মহড়া‌টি নগরের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে। এই ছাত্রলীগ নেতা বলেন, ব‌রিশালে বিএন‌পি এক‌টি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাসী দল বিএন‌পি না করতে পারে সেজন‌্য আমরা সজাগ রয়ে‌ছি।  

এদিকে ছাত্রলীগের মহড়াকালে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ‌্যান থেকে নগরে মি‌ছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগীয় গণসমাবেশ সফল করতে নগরী‌তে এ মি‌ছিল‌ ক‌রে বলে জানান তারা।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল বলেন, আমরা কোনো সহিংসতার পক্ষে নই। আমরা চাই শা‌ন্তিপূর্ণ সমাবেশ। আমাদের বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতাকর্মীরা জনসভাস্থলে আসবেই।

ছাত্রদল, ছাত্রলীগের এমন অবস্থানে থমথমে প‌রি‌স্থি‌তি বিরাজ করছে ব‌রিশালে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ন‌ভেম্বর ০৪, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।