ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই 

ঢাকা: সাবেক সচিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ আর নেই।  

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭ টা ৪০ মিনিটে তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  
 
মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

নামাজের জানাজা ও দাফনের বিষয় পরে জানানো হবে।  

মরহুম সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব। ২০০১ সালে বিএনপি জোট সরকারের  সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং পরে যুক্তরাজ্যে হাইকমিশনার ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।