ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহবান বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহবান বিএনপির

ঢাকা: প্রশাসনকে সরকারের সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে বিএনপি।

চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে প্রায় সব বক্তাই প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহবান জানান।



ভাইসচেয়ারম্যান বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তৃতা করেন।

মহাসচিব বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ সর্বত্র যে অরাজকতা চলছে তাতে এ সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিকতা নেই। ’

তিনি জনগণকে এসবের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, ‘সরকারের অবৈধ কর্মকাণ্ডে প্রশাসন ুব্ধ। সামগ্রিকভাবে দেশে অরাজকতা চলছে। এ থেকে দেশকে মুক্ত করতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে এগিয়ে আসতে হবে। ’

খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার দলীয় সাংসদ, ছাত্রলীগ ও যুবলীগের অত্যাচারে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের চাঁদাবাজী, লুটতরাজ, অন্যায়-অত্যাচার থেকে বাঁচতে সাধারণ মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে। ’

এমকে আনোয়ার বলেন, ‘অনৈতিক চাপ দিয়ে প্রশাসনের মনোবল ভেঙ্গে দেওয়া হচ্ছে। সংসদকে বানানো হয়েছে মাছের বাজার। ’

তিনি আরও বলেন, ‘এ সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়। তাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। ’

ছাত্রলীগ ও যুবলীগ প্রশাসনকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যা খুশি তাই করছে। ’

এসবের বিরুদ্ধে প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।