ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ফেরিঘাট এলাকা রণক্ষেত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ফেরিঘাট এলাকা রণক্ষেত্র সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা।  

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে দুইপক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন দু’জন সংবাদকর্মী।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।