ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের পদত্যাগের দাবিতে এবি পার্টির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
সরকারের পদত্যাগের দাবিতে এবি পার্টির বিক্ষোভ

ঢাকা: সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার (১৯ আগস্ট) এবি পার্টি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, আনিসুর রহমান কচি, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক এ চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। অবিলম্বে দেশের বাজারে তেলের দাম কমাতে হবে। অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমাতে হবে, না হলে জনগণ সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে।

আব্দুল ওহাব মিনার বলেন, জনগণের সরকার জনগণের দুঃখ-কষ্ট বোঝে। যেহেতু এ সরকার রাতের ভোটের সরকার তাই জনগণের দুর্দশা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তিনি অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমানোর দাবি করেন।

পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাতের ভোটের অবৈধ সরকার জনগণের জীবনযাত্রাকে আজ অতিষ্ঠ করে তুলেছে। দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে করেছে অস্থিতিশীল। যার ফল ভোগ করছে জনগণ। সরকার গুম করে বিনা বিচারে দেশের বিভিন্ন নাগরিককে বছরের পর বছর আটক রেখেছে। বিরোধী মতের লোকদের দমন পীড়নের মাধ্যমে আজ গোটা দেশ আয়না ঘরে পরিণত হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যে সরকার জনগণের খাদ্য নিশ্চিত করতে পারে না, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, উন্নয়নের গার্ডারের নিচে মানুষ হত্যা করে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে জনগণের অধিকার নিশ্চিত করুন, না হলে পদত্যাগ করুন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।