ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ট্রাইব্যুনালের প্রতি সময় ক্ষেপণের অভিযোগ সাঈদীর আইনজীবীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি সময় ক্ষেপণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।

তাদের অভিযোগ, সাঈদীর অসুস্থতার অযুহাত এনে মিথ্যা সাক্ষ্য প্রমাণ যোগাড় করতেই তার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করছে ট্রাইব্যুনাল।



বুধবার দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার অসুস্থতার অজুহাত এনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

এতে তার আইনজীবীরা দাবি করেন, গত মঙ্গলবার সাঈদী ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন। তিনি এখনও সম্পূর্ণ সুস্থ আছেন বলে তাদের কাছে খবর আছে। কিন্তু ট্রাইব্যুনাল সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য অসুস্থতার অজুহাত এনে মিথ্যা স্যা প্রমাণ যোগাড় করতেই বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।

সাঈদীর আইনজীবীদের পে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবারের শুনানিতে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে অসম্মতি জানায়। কারণ সরকার পরে আইনজীবীরা এ বিষয়ে পর্যাপ্ত নথিপত্র দাখিল করতে পারেননি। ’

তিনি আরও বলেন, ‘আজ (বুধবার) সরকার পরে আইনজীবীরা চেয়েছিলেন সাঈদীর অনুপস্থিতিতেই শুনানি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার। কিন্তু ট্রাইব্যুনাল তাতে সম্মত হয়নি। এতে সরকার পরে আইনজীবীরা ট্রাইব্যুনালের কাছে একটি সম্পূরক আবেদন করে বলেন, সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা না হলে এবং তিনি যদি জেলের বাইরে থাকেন তাহলে দেশত্যাগ করতে পারেন অথবা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। ’

তাজুল ইসলাম আরও অভিযোগ করে বলেন, ট্রাইব্যুনাল যদিও সাঈদীর অনুপস্থিতিতে শুনানি করেনি, কিন্তু সরকার পরে আইনজীবীদের সম্পূরক আবেদন গ্রহণ করেছে। যা আদালতের কার্যবিধির পরিপন্থি। ’

এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ‘আইনজীবীরা আশা করেন, ট্রাইব্যুনাল যাতে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে কোনোভাবেই সরকারের অশুভ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।