ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দুর্গ: সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দুর্গ: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, যখন দল ভালো থাকে তখন লুটেরা-চাঁদাবাজ দলে অনুপ্রবেশ করতে চায়। জাতীয় পার্টি তারাই করব, যারা মানুষের জন্য কাজ করতে পারি।

শুক্রবার (১৭ জুন) বিকেলে বন্দরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সেলিম ওসমান বলেন, আমরা দেখিয়ে দিতে চাই নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দুর্গ। জাতীয় পার্টি নারায়ণগঞ্জে লোভী না। তারা শুধু মানুষের সেবা করতে জানে। জানে ভবিষ্যত প্রজন্ম তৈরি করতে। তারা পেরেছে আমাকে দিয়ে দশটি স্কুল করিয়ে নিতে। আমি মুক্তিযোদ্ধা। যতক্ষণ দেহে রক্তবিন্দু থাকবে ততক্ষণ আমার কাজ আমি করে যাবো। আমি আপনাদের দোয়া চাই।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে আমরা নাসিম ওসমানের আমল থেকে সুনাম রক্ষা করে যাচ্ছি। আমি রওশন এরশাদকে মা বলে ডাকি। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি দলের চেয়ারম্যানের কাছে অনুরোধ করব তাকে দেশে ফিরিয়ে আনতে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।