ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

করিমগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ৪, ২০২২
করিমগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন নাজমুল খান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজমুল খান (৩২) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা খুন হয়েছেন।

বুধবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার কান্দাইল-কামারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল ওই গ্রামের মজনু খানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কান্দাইল-কামারাটিয়া গ্রামের একটি সামাজিক দরবার (সালিশ) শেষ করে বাড়ি ফিরছিলেন নাজমুল। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।