ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাসায় ফিরেছেন ইবরাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বাসায় ফিরেছেন ইবরাহিম

ঢাকা: কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি তার মহাখালী ডিওএইচএসের বাসায় ফিরেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন কল্যাণ পার্টির যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব।

তিনি বলেন, ইবরাহিম স্যারের শারীরিক অবস্থা অনেকটা ভালো হওয়ায় আজ তাকে বাসায় নেওয়া হয়েছে। আরও দুই সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পর তিনি পুরোপুরি সুষ্ঠু হয়ে উঠবেন।  

গত ২ এপ্রিল সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ব্রেইনের রক্তনালীতে বিশেষ রিং (ফ্লো ডাইভার্টার) লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ করা হয়। বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জেনারেল ইবরাহিমের আপন ছোট ভাই প্রফেসর ডা. সৈয়দ মইনুদ্দীনসহ ঢাকা সিএমএইচ-এর পাঁচজন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক তার অস্ত্রোপচার করেন।

গত ২৯ মার্চ সকালে ইবরাহিম তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমএইচ/আরবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।