ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: বাম জোটের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৯ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট।

সোমবার (২৮ মার্চ) বিষয়টি জানান বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক সাইফুল হক।

তিনি বলেন, হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৯ মার্চ) সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয়ভাবে পল্টনে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) ডাকা হরতালে সমাবেশের শেষ মুহূর্তে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন কয়েকজন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।