ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাটোরে বিএনপি নেতার হোটেল ভাঙচুর: যুবলীগ নেতা গ্রেপ্তার

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপি নেতা সোবহান হোসেনের হোটেলে ভাঙচুর, লুটপাট ও চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা জামিল হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় থেকে তাকে আটক করা হয়।



নাটোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ও বড়াইগ্রাম থানা বিএনপির সভাপতি অধ্য একমুল আলম বাংলানিউজকে জানান, গত ৭ সেপ্টেম্বর বনপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোবহান হোসেনের মোল্লা হোটেলে চাঁদা দাবি করেন যুবলীগ নেতা জামিল হোসেন। চাঁদা না দেওয়ায় ওইদিন জামিল ও তার সহযোগীরা হামলা চালায় হোটেলে। ভাঙচুর ও লুটপাট করে হোটেল বন্ধ করে দেয় তারা। এ ঘটনার বড়াইগ্রাম থানায় মামলা হয়।

আব্দুল হান্নান আরও জানান, জামিলকে জিঞ্জাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করা হবে।

আটক জামিল বনপাড়া বাজারের মৃত ডা. আয়নাল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।