ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, সেপ্টেম্বর ২১, ২০১০
বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, যোগ দিলে কোন্ কোন্ বিষয় নিয়ে কথা বলবে এসব নিয়েই মূলত ওই বৈঠকে আলোচনা হবে।

তবে বিরোধীদলের সম্ভাব্য আন্দোলন কর্মসূচি নিয়েও এ বৈঠকে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া দলের ভেতরে নানা সমস্যা নিয়েও আলোচনা হবে বলে সূত্র জানায়।

খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ স্থায়ী কমিটি সদস্যরা উপস্থিত থাকবেন।

বৈঠকটি গত শনিবার হওয়ার কথা থাকলেও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ঢাকা বাইরে থাকায় মঙ্গলবার বৈঠকের দিন নির্ধারণ করা হয়।

স্থায়ী কমিটির এক সদস্য বাংলানিউজকে জানান, বৈঠকের আলোচনায় আরও কিছু বিষয় উঠে আসতে পারে। এর মধ্যে সরকারের স্বৈরাচারী মনোভাব ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সম্পর্কে করণীয়, ভারতের সঙ্গে সরকারের করা `দেশবিরোধী` চুক্তির বিরোধিতার কৌশল ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।