ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানা কমিটি বিলুপ্ত 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানা কমিটি বিলুপ্ত 

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ২৬টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে পুরোনো সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।  

জানতে চাইলে আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক ওয়ার্ড আছে ৬৪টি। এই ওয়ার্ড কমিটি পুনর্গঠনে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে আটটি টিম কাজ শেষ করেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। দ্রুতই ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।