ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় আ’লীগের দপ্তর সম্পাদকের ১৫ দিনের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জানুয়ারি ৫, ২০২২
কুমিল্লায় আ’লীগের দপ্তর সম্পাদকের ১৫ দিনের কারাদণ্ড 

কুমিল্লা: ভোট কেন্দ্রে নগদ টাকা, নির্বাচনী কাগজপত্র ও অনুমতিবিহীন প্রাইভেটকারসহ প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (০৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণের ভলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা লালমাই উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার বাংলানিউজকে জানান, বুধবার বেলা ১১টায় পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা, নির্বাচনী কাগজপত্র ও অনুমোদনহীন প্রাইভেটকারসহ আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।