ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

শাওনকে রক্ষা করা হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাড়বে: হাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, সেপ্টেম্বর ২০, ২০১০
শাওনকে রক্ষা করা হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাড়বে: হাফিজ

ঢাকা:  সাংসদ নুরুন্নবী চৌধুর শাওনকে রক্ষা করতে ইব্রাহীম হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সহ-সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ। ভোলা-৩ আসনে নির্বাচনে শাওনের প্রতিদ্বন্দ্বী হাফিজ বলেন, কোনো হত্যাকাণ্ডের পর তাকে রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাড়বে।



সোমবার দুপুরে বনানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

হাফিজ আহমেদ বলেন, আমরা চাই ইব্রাহীমের বিধবা স্ত্রী ও শিশু সন্তান এ হত্যার সঠিক বিচার পাক।

দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এতে সুনির্দিষ্ট করে বলা যায় দেশে আইন শৃংঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ।

ভোলায় তার নির্বাচনী এলাকায় এমপি শাওনের মদদপুষ্টরা নিরীহ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময় ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।